মো: মাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাধারা ‘দরসে নিজামি’র পাশাপাশি ইসলামী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলিয়া মাদ্রাসা ব্যবস্থা। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও প্রায় আড়াই শতাব্দী ধরে এই শিক্ষাক্রম দেশের ইসলামী শিক্ষার বিকাশে অবদান রেখে চলেছে।
বর্তমানে দেশের প্রতিটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে অন্তত দুটি সরকারি স্কুল এবং সরকারি কলেজ থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র তিনটি। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছে বলে শিক্ষাবিদরা মনে করছেন।
শিক্ষাবিদরা বলেন, প্রতিটি জেলায় অন্তত একটি করে কামিল (স্নাতকোত্তর) স্তরের মাদ্রাসা সরকারীকরণ করা হলে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, শিক্ষার মান উন্নত হবে, পাশাপাশি শিক্ষা ক্যাডার নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্বও কিছুটা হ্রাস পাবে।
সরকার সম্প্রতি আলিয়া মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালু করেছে। ফলে ভবিষ্যতে এসব বিভাগেও শিক্ষা ক্যাডার নিয়োগ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শিক্ষা পর্যবেক্ষকদের মতে, দেশের প্রতিটি উপজেলায় সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।