জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নের এলজিইডির প্রায় ৫০ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গেছে। ছোট-বড় গর্ত ও খানাখন্দে পরিণত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা ও মোটরসাইকেল। তবে অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রবিবার সরেজমিন ঘুরে দেখা গেছে—
সব মিলিয়ে ৫০ কিলোমিটারের বেশি সড়কের কার্পেটিং উঠে ভয়াবহ গর্ত সৃষ্টি হয়েছে।
শ্রীরামপুরের ব্যবসায়ী কিবরিয়া বলেন, “রাস্তার এই দুরবস্থায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।”
অটোচালক বশির অভিযোগ করেন, “একবার এই রাস্তায় গাড়ি চালালে সেটির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়। অনেক মালিকই তাই গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন।”
ইউপি সদস্য কবির মৃধা জানান, “থানা ব্রিজ থেকে মৌকরণ সড়কটি জেলা শহরে দ্রুত যাতায়াতের প্রধান রাস্তা। এটির দূরবস্থার কারণে যাত্রীদের দ্বিগুণ সময় ও ভাড়া গুনতে হচ্ছে।”
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “কিছু সড়ক সংস্কারের জন্য এ বছর বরাদ্দের আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”