জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রাম রক্ষার দাবিতে নদীভাঙনকবলিত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার সকালে পায়রা নদীর তীরবর্তী আলগী গ্রামে শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বর্তমান ইউপি সদস্য মো. সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো. সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো. মামুন হাওলাদার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাসসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, পায়রা নদীর ভাঙনে আলগী গ্রামের দুই-তৃতীয়াংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। বহু পরিবার বসতবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তারা গৃহহীন ও হতদরিদ্র অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ছাড়া নদীর অপরপারের জমি সেনানিবাসের জন্য অধিগ্রহণ হওয়ায় গ্রামবাসীর আর কোনো বিকল্প আশ্রয়ও নেই। বক্তারা জানান, বর্তমানে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় গ্রামটির অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তারা অবিলম্বে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।