শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যুরো প্রধান খুলনা
খুলনা নগরীর গল্লামারীতে সিটি কর্পোরেশনের (কেসিসি) পার্কের সামনে জায়গা দখল করে রাতারাতি দোকান নির্মাণ করেছে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই চক্রটি পার্কসংলগ্ন জায়গা দখল করে নিয়েছে। তাদের দাবি, মার্কেট কমিটির প্রভাবশালী দুই নেতার ছত্রছায়ায় রাতারাতি ৮ থেকে ১০টি আধাপাকা দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি দোকান বরাদ্দের নামে বহু মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, কেসিসির জায়গা দখল হলেও কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বাড়ছে।
এ অবস্থায় অবৈধ দখল উচ্ছেদে কেসিসির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।