মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা সম্ভব হবে।
রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনকালে তিনি বলেন, দ্বিতীয় টার্মিনাল এবং সমুদ্রের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি ভালো। যদিও কত শতাংশ কাজ সম্পন্ন হয়েছে তা বলা হয়নি, তবে অক্টোবরের মাঝামাঝি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে।
পরিদর্শনে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের ওপর ১,৭০০ ফুট অংশে নির্মাণ হচ্ছে। সম্প্রসারণের পর এর দৈর্ঘ্য হবে ১০,৭০০ ফুট (৩.২৬ কিলোমিটার), যা দেশের সবচেয়ে বড় রানওয়ে হবে। মূলত নদীর বুক ছুঁয়েই বিমান এখানে ওঠানামা করবে।