শার্শায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ রায়হান হোসেন, শার্শা (যশোর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে শার্শা বাজারের বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রাজনৈতিক মুক্তি কামনা করেন। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।