মোড়েলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের মোড়েলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ।
বিষয়টি সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ তমেজ উদ্দিন নিশ্চিত করেছেন। আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের দুটি দল যৌথভাবে সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয় এবং একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।