ভারত সরকার আওয়ামী লীগকে কলকাতায় অফিস দিয়েছে: আলতাফ হোসেন চৌধুরী
মোঃ জলিল মৃধা, স্টাফ রিপোর্টার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেছেন, “ভারত সরকার আওয়ামী লীগকে কলকাতায় অফিস দিয়েছে, যেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে।”
তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ এমন অন্যায়-অত্যাচার করেছে, যা যুদ্ধের সময়ও করা হয়নি। হেলিকপ্টার দিয়ে আমাদের ওপর নির্মমভাবে গুলি চালিয়েছে, ২০০ সন্তানকে হত্যা করেছে এবং ৩০ হাজারকে আহত করেছে। তাদের মধ্যে অনেকে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি তা না হতো, তাহলে ১৫ বছর পর হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতেন না। পৃথিবীতে সরকার পালানোর ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের মতো মন্ত্রী, স্পিকার ও এমপিসহ পালানোর নজির নেই।”
শুক্রবার বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে স্থানীয় গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনের আগে ২৭ হাজার বিএনপি নেতাকর্মীকে কারাগারে বন্দি করা হয়। সেখানে বসে নানা প্রস্তাব দিলেও বিএনপির কোনো নেতাকর্মীকে দলে নিতে বা ব্যবহার করতে পারেনি আওয়ামী লীগ। আগামী ১০০ বছরেও তারা বিএনপির কিছুই করতে পারবে না। বিএনপিতে ৩০০ আসনের বিপরীতে ১ হাজার ৮০০ প্রার্থী রয়েছে। প্রার্থী বাছাইয়ে বিএনপি কখনও ভুল করেনি, ভবিষ্যতেও করবে না।”
সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাইজিদ আহমেদ মাকসুদ পান্না, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হোসেন, কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবদুর রহিম চান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বাসার মোকলেচ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গাজী রাসেদ সামস।