প্রতিনিধি: মো. আতিকুর রহমান লিটন | ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বড় বাজার কলেজ সংলগ্ন মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
“ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত” এবং “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন—
আয়োজকরা জানান, জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ দেশের বিভিন্ন হত্যাযজ্ঞের বিচার, হেফাজত কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস বন্ধের দাবি উত্থাপন করা হবে এ সমাবেশ থেকে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মুফতি আতিকুর রহমান।
সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা সারোয়ার হাসান আলমগীর।