মো: মাহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলাজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ রাজনীতিবিদ জনাব কামরুল ইসলাম গোরা ও জনাব মোড়ল কামরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব শেখ শরিফুল কামাল কারিম ও জনাব ইফতেখার আহম্মদ পলাশ। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব খাঁন লিয়াকত আলী, মুশফিকুজ্জামান রিপন, নোমান আল মেহেদী ও আলমগীর কবির।
ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, এ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে উপজেলা বিএনপি'র নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ মিলবে। আগামী ১৯ আগস্টের এ দ্বিবার্ষিক সম্মেলনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।