এম. আলী আকবর | ব্যুরো চিফ
বাগেরহাটের ফকিরহাটে জাড়িয়া জোড়া আমতলা মাঠ প্রাঙ্গণে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিশিষ্ট ইসলামী নেতা, স্থানীয় আলেম ও এলাকাবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলাম ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের বাগেরহাট-১ আসনের এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন—
অনুষ্ঠানে বক্তারা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ, ইসলামের বিজয় ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিল শেষে তাবারুক বিতরণ করা হয়। এতে এলাকাবাসী ঐক্য, শান্তি ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।