শেখ শহিদুল ইসলাম মিঠু, ব্যুরো প্রধান খুলনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি-উপজাতি সবাই শান্তিতে বসবাস করছে। এই সৌহার্দ্যময় পরিবেশ আমাদের অঙ্গীকার, যা আমরা সর্বদা রক্ষা করবো।”
তিনি আরও বলেন, “এই দেশ সবার, সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। ধর্ম, জাতি, বর্ণ বা গোত্রে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সামনে সোনালী দিন দেখতে চাই। নৌ, বিমান ও সেনা তিন বাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী করে না, ন্যায়ের পথে চলতেও শেখায়। বাংলাদেশ আমাদের সবার, আর স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।”
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে হবে। শ্রীকৃষ্ণের আদর্শ সমাজে ন্যায় ও আলোর প্রদীপ প্রজ্বলিত করুক।”
পরে তিন বাহিনী প্রধান একসাথে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পলাশীর মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।