তজুমদ্দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
খন্দকার নিরব, স্টাফ রিপোর্টার
ভোলা:
ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির আলম চৌধুরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনির আলম চৌধুরী বলেন, “স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তবে অতীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ সামান্য সময় রাজনীতি করে এখন বড় নেতা বনে গেছেন, কিন্তু রাজপথে নেই—তারা অফিসকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত।”
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সদস্য শাহিন সাজি, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব শাহ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সভায় আরও বলেন, দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি না থাকায় দলীয় কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। শিগগিরই সবার পরামর্শে একটি কার্যকর কমিটি গঠন করা হবে। এছাড়া তারা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দলের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।