আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
খুলনা জেলার রূপসা উপজেলায় অগ্রণী ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
শাখা ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা দুর্বৃত্তরা নিয়ে গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,
“বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। এরপর শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ চলছে। যারা জড়িত থাকুক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ঘটনার রাতে ব্যাংকে কোনো প্রহরী ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা নিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।