স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান
কুষ্টিয়া ও মেহেরপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার এবং একাধিক মামলার দাগি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু (২২)-এর বাড়ি থেকে উদ্ধার করা হয়—
তবে অভিযানের সময় সালমান সাকিব সাধু পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে একই দিন রাত আনুমানিক ৯টার দিকে মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে গ্রেপ্তার হয় কুখ্যাত আসামি মোঃ ইমান আলী ওরফে ‘ইমান ডাকাত’ (৫৪)। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান ও বিস্ফোরক মামলাসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তার বাড়ি থেকে উদ্ধার করা হয়—
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—
“যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা পুলিশের কাছে দ্রুত অবহিত করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।”