রাবিতে অবস্থান ধর্মঘট
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।
বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, তারা নতুন কোনো দাবি তুলছেন না; বরং দীর্ঘদিনের প্রাপ্য অধিকার ও সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্যই এই আন্দোলনে নেমেছেন। তাদের অভিযোগ, বহু বছর ধরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কিছু শিক্ষার্থী এসব সুবিধার বিরোধিতা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বন্ধ করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, “যখন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে চাকরির কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন তারা ক্যাম্পাসে দাঁড়াতেও ভয় পেতো। সেসময় আমরাই তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছি। অথচ এখন সেই শিক্ষার্থীরাই ৫ আগস্টের পর থেকে আমাদের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এটি অত্যন্ত অমানবিক।”
শিক্ষক ও কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সকল সুবিধা পুনর্বহাল না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।