দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
প্রভাষক জাহিদ হাসান
ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র হয়েছে। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৬১ জন।
বুধবার গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের চেষ্টা চলাকালে কয়েকটি গোষ্ঠীর ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন। একই দিনে পরিবারের জন্য খাদ্য সংগ্রহে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ জন প্রাণ হারান।
দক্ষিণ গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, রাফাহর উত্তরে একটি ত্রাণকেন্দ্রের কাছে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৪ জন নিহত এবং ১১৩ জন আহত হয়েছেন বলে গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে।