ইছামতির বাঁধ ভেঙে সীমান্ত এলাকায় বন্যা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার: মোঃ রায়হান হোসেন
শার্শা উপজেলার সীমান্তবর্তী কাইবা ইউনিয়নের দাদখালি গ্রামে ভারতের ইছামতি নদীর বাঁধ ভেঙে পানি বাংলাদেশে প্রবেশ করায় হঠাৎ সৃষ্ট পানির ঢলে ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বুধবার (১৩ আগস্ট) এ ঘটনা ঘটে।
পানির ঢল পুটখালী, গোড়া, কায়বা, বেনাপোল, লক্ষীপুর, ডিহি সহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি তলিয়ে দিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা উপজেলা বিএনপির জননেতা আবুল হাসান জহির, সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন, প্রফেসর মামুন হাসান, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, কাইবা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জুহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও মীর আলম, আহ্বায়ক বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল শহিদুল ইসলাম শহীদ ও সদস্য আলমগীর, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ছাত্রদল নেতা মনির, তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ সমস্যার যৌক্তিক ও দীর্ঘস্থায়ী সমাধান করা হবে।