আবারও সম্মানসূচক ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
আবারও সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ড. ইউনূস কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। গত সোমবার (১১ আগস্ট) তিনি সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছান।
সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়। এতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেয়া, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। বাংলাদেশের জন্য একাধিকবার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেওয়া এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী ড. ইউনূস বাংলাদেশের মানুষের কাছে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত।