পাইকগাছা প্রতিনিধি: শাহীন রাজা
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রেসক্লাব পাইকগাছার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব পাইকগাছার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু এবং রোজী সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আজিজুল ইসলাম, আহমেদ আলী বাঁচা, মো. রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, আওছাফুর রহমান, নুরুল আমিন পলাশ, মো. শাহীন রাজা, মো. জিনারুল ইসলাম ও এম. সম্রাট। এছাড়া শিক্ষক ফাতেমা বেগম, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম খাতুন ও শারমিন খাতুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।