স্টাফ রিপোর্টার: মো: রায়হান
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন জানালে নিরাপদ, সমৃদ্ধ ও কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্লোগাননির্ভর রাজনীতির যুগ শেষ। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারলে ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা জরুরি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে— ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নারী-পুরুষ, ছাত্র, তরুণ, যুবসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।
তারেক রহমান কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাকে বিএনপির মূল রাজনীতি হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও সমঝোতার পরিবেশ সৃষ্টি করা হলে দেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিএনপির নানামুখী পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ টিম এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করছে।
দেশের জনসংখ্যাকে সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম বয়সে আছে—এটি আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’। এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী। যৌথভাবে সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, সাংবাদিক শরিফুল ইসলাম খান ও মুক্তাদির রশীদ রুমি, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।