রূপসায় আইচগাতীতে সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে যৌথ বাহিনীর অভিযানে সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ধারালো চাকু ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রূপসার রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।