রাড়ুলীতে কোকোর জন্মদিনে দোয়া মাহফিল
পাইকগাছা প্রতিনিধি : শাহীন রাজা
পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে, উপজেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এবং সাবেক ছাত্র নেতা এস এম জুবায়ের আহমেদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র জনাব আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাড়ুলী ইউএফডি ক্লাবের মাঠে অস্থায়ী মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাড়ুলী ইউনিয়ন বিএনপির নেতা এস এম নাজির আহমেদ, শেখ হাবিবুর রহমান, আব্দুস সামাদ আজাদ (বাবু), মুনসুর গাজী, স.ম. ছহিল উদ্দিন (মেম্বর ৪নং ওয়ার্ড), আবু হেনা খোকন, তোকিম গাজী, জি.এম. মাসুম বিল্লাহ, আব্দুস সামাদ, বাচ্চু গাজী, মাহবুর রহমান, পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর রহমান তূর্য, ইউনিয়ন ছাত্রদলের হাবিবুল্লাহ, তানভীর, মিরাজ, তুহিন, ইকবাল, মুন্না সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়া রাড়ুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাটখোলা বাজার মসজিদের ইমাম হাফেজ মো. আলমগীর হোসেন।