মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতিদিন পানির উচ্চতা বাড়ছে। নদীর ধারে কিছু এলাকায় বাঁধের উপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, যেকোনো সময় বাঁধ ভেঙে গেলে রাজশাহী শহরসহ আশপাশের নাটোর, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। এ কারণে পানি উন্নয়ন বোর্ড সতর্কতামূলক নোটিশ জারি করেছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের উপর কিছু ছোট দোকান রয়েছে। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই পানি বাড়ছে। বিকেলের দিকে নদীর তীরে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা মানুষ, যারা পদ্মার উত্তাল ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। নদীতে কিছু ইঞ্জিনচালিত নৌকা পর্যটকদের ভ্রমণের সুযোগ দিচ্ছে।
পদ্মার তীরে ছোট ছোট কুঁড়েঘরে বসবাস করছেন কিছু মানুষ, যাদের জীবিকা মূলত মাছ ধরা ও নদীকেন্দ্রিক পেশার ওপর নির্ভরশীল। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে এবং স্রোতের তীব্রতা বেড়েছে।
রাজশাহীর পদ্মা নদীর তীর পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। নদীর পাড়ের পাশেই রয়েছে চিড়িয়াখানা, নোভো থিয়েটার এবং পর্যটন মডেল এলাকা, যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে।