বোয়েসেল অনিয়ম ও ভিসা জটিলতা নিরসনে ইপিএস কর্মীদের গণকর্মসূচি
মো: শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার
আজ বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বোয়েসেল কার্যালয়ের সামনে বাংলাদেশ থেকে কোরিয়াগামী ইপিএস কর্মীদের অংশগ্রহণে এক বৃহৎ গণকর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় এক হাজারেরও বেশি ইপিএস উত্তীর্ণ কর্মী উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা জটিলতা, অনিয়ম ও দুর্নীতির কারণে কোরিয়ায় যাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, ফলে তারা কর্মসংস্থানের সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন।
কর্মসূচিতে তারা তিনটি মূল দাবি উত্থাপন করেন—
১. নিয়োগ বাণিজ্য বন্ধ করা
২. দ্রুত ভিসা ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা
৩. বোয়েসেলের অসাধু কর্মকর্তাদের পদত্যাগ নিশ্চিত করা
প্রসঙ্গত, প্রতিবছর কোরিয়া থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য রেমিট্যান্স আসে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে কোরিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সাম্প্রতিক কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে, যা ইপিএস কর্মসূচিকে ব্যাহত করছে।
কর্মসূচি চলাকালীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে বলেন,
“আমি যেহেতু সদ্য দায়িত্ব নিয়েছি, তাই আপনারা আমার প্রতি আস্থা রাখুন। আমরা সরকারি উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে আমাদের প্রতিষ্ঠান এবং ইপিএস কর্মসূচির সুনাম ক্ষুণ্ণ হয়।”