বাগেরহাটে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাট: বাগেরহাট জেলা পুলিশের এএসআই (নিরস্ত্র) রওশন আরা আক্তার এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ মহিদুর রহমান।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তৌহিদুল আরিফ নবপদোন্নত এসআই রওশন আরা আক্তারকে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার পরিচয় দেওয়ার আহ্বান জানান। তিনি তার কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।