আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
বাগেরহাটের চিতলমারীতে ঝুমা গাইন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ঝুমা গাইন সিঙ্গাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী। তিনি টুঙ্গিপাড়া উপজেলার নবুখালী গ্রামের দিলিপ গাইনের মেয়ে। ঝুমা ও সুব্রতের প্রজ্ঞা মন্ডল (৪) নামে এক কন্যা সন্তান রয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুমা গাইন আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুব্রত মন্ডল প্রায় ১৫ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাস জীবনযাপন করছেন। পাঁচ বছর আগে ঝুমার সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর আগে আবারও সিঙ্গাপুরে ফিরে যান তিনি। গ্রামের বাড়িতে ঝুমা, শাশুড়ি চঞ্চলা মন্ডল ও মেয়ে প্রজ্ঞা বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঝুমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শাশুড়ি তাকে ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
মৃত ঝুমার বড় ভাই দিপঙ্কর গাইন অভিযোগ করে বলেন, “বিভিন্ন কারণে বোনের মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।”