জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বরিশাল ক্যাম্পাসের একাডেমিক ভবন, কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টায় মশাল মিছিল নিয়ে নিউ একাডেমিক ভবনে এবং সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শেষে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় তারা। প্রশাসনকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামে সমাধানের রোডম্যাপ ঘোষণা না হওয়া ও এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষকদের একপাক্ষিক মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত নিউ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবেন। তারা এএইচ শিক্ষকদের একপাক্ষিক মন্তব্য প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “ডিভিএম ও এ্যানিমেল হাজবেন্ড্রি দুই ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে জরুরি মিটিং করেছি। ডিভিএম শিক্ষকরা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেও এএইচ শিক্ষকরা দ্বিমত পোষণ করে জানিয়েছেন তারা এএইচকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভিসি স্যারকে অবহিত করেছি এবং দ্রুত একটি কমিটি গঠনের জন্য সুপারিশ করেছি।”
সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর বলেন, “আন্দোলন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। দাবিটি যৌক্তিক হলেও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয় এমন কোনো সহিংস পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করছি।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে।