1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান | দৈনিক সংবাদ ৭১
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেয়াদ শেষ হলেও লেবুখালির পায়রা সেতুতে টোল আদায়ে সাবেক আইনমন্ত্রীর লোকজন দুমকিতে নারীদের আত্মকর্মসংস্থান লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ আবারও সম্মানসূচক ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস ড. সাইফুলের নামে অপপ্রচার: ইউট্যাব পটুয়াখালী ভার্সিটি ইউনিটের তীব্র প্রতিবাদ সারাদেশে বিএনপির দোয়া মাহফিল কাল, কেক কাটা নিষেধ ২০২৪ সালে রাজনৈতিক দলের আয়ে শীর্ষে জামায়াত চুনারুঘাটের আলোচিত মুক্তা–ইব্রাহিমকে হাইকোর্ট জামিন না দিলেও তারা প্রকাশ্যে ঘুরছে ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০ চার বিভাগে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা ইছামতির বাঁধ ভেঙে সীমান্ত এলাকায় বন্যা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: মো: রায়হান
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 


ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: মো: রায়হান

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন জানালে নিরাপদ, সমৃদ্ধ ও কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্লোগাননির্ভর রাজনীতির যুগ শেষ। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারলে ধাপে ধাপে সব পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা জরুরি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে— ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নারী-পুরুষ, ছাত্র, তরুণ, যুবসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

তারেক রহমান কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাকে বিএনপির মূল রাজনীতি হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও সমঝোতার পরিবেশ সৃষ্টি করা হলে দেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিএনপির নানামুখী পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ টিম এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করছে।

দেশের জনসংখ্যাকে সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম বয়সে আছে—এটি আমাদের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’। এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী। যৌথভাবে সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, সাংবাদিক শরিফুল ইসলাম খান ও মুক্তাদির রশীদ রুমি, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।