1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শ্রীবরদীতে বিয়ের আশ্বাসে ধর্ষণ, অন্তঃসত্ত্বা নারী—তবুও ধরা ছোঁয়ার বাইরে আসামি | দৈনিক সংবাদ ৭১
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না: দুদক চেয়ারম্যান ক্যান্সারে আক্রান্ত ৮ বছরের সাজিদকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি আশাশুনিতে যুব দিবসে জামায়াতের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাগেরহাটের এসপির কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু চৌগাছায় আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচ চিতলমারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন দেশ যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, তখনই জিয়াউর রহমান হাল ধরেছিলেন — আলতাফ হোসেন চৌধুরী বগুড়ার জিয়াবাড়িতে আরাফাত রহমান কোকোর জন্মদিনে আলোচনা সভা, দোয়া মাহফিল, অনুদান ও খাবার বিতরণ পটুয়াখালী ভার্সিটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: প্রশাসনকে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শ্রীবরদীতে বিয়ের আশ্বাসে ধর্ষণ, অন্তঃসত্ত্বা নারী—তবুও ধরা ছোঁয়ার বাইরে আসামি

শফিউল আলম শফিক, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 


শ্রীবরদীতে বিয়ের আশ্বাসে ধর্ষণ, অন্তঃসত্ত্বা নারী—তবুও ধরা ছোঁয়ার বাইরে আসামি

শফিউল আলম শফিক, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামে প্রেমের প্রলোভনে ফেলে এক তালাকপ্রাপ্ত নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের দুবু মিয়ার ছেলে মো. জহুরুল হকের (২৯) বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। আদালতে মামলা দায়েরের পরও আসামিকে গ্রেপ্তার না করায় ভুক্তভোগীর পরিবার চরম হতাশা ও লজ্জার মধ্যে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী জানান, জহুরুল প্রথমে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে দীর্ঘ কয়েক মাস ধরে একইভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিলে জহুরুল স্পষ্টভাবে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেয়।

এ ঘটনায় নারীটি শেরপুর জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ দায়ের করলে আদালত মামলা আমলে নিয়ে শ্রীবরদী থানাকে এফআইআর দায়ের ও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে কয়েক মাস পার হলেও আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে।

ভুক্তভোগীর বাবা মো. ধলু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের জীবন শেষ হয়ে গেল। এখন পেটে সন্তান। আমরা থানায় গেলাম, তারা কোর্টে যেতে বলল। কোর্টে মামলা করলাম, কিন্তু এখনো পুলিশ আসামিকে ধরছে না। সমাজে মাথা তুলে চলতে পারি না। দ্রুত ন্যায়বিচার চাই, যাতে কেউ আমার নাতিকে ‘জারজ’ বলতে না পারে।”

ভুক্তভোগীর ভাই মো. শাহজাহান অভিযোগ করে বলেন, “জহুরুল যেমন খারাপ, তেমনি স্থানীয় কিছু প্রভাবশালীও তাকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা গরিব বলে কি ন্যায়বিচার পাব না? সরকারের কাছে অনুরোধ, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আমাদের সম্মান ফিরিয়ে দিন।”

বিলভরট গ্রামের বাসিন্দা হায়বর বলেন, “এ ধরনের ঘটনা মানবতার জন্য লজ্জাজনক। এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ফেলে দিনের পর দিন শোষণ করে, গর্ভবতী করে, পরে বিয়ে অস্বীকার—এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ন্যায়বিচার না পেলে সমাজে কেউই নিরাপদ থাকবে না।”

স্থানীয় আরেক প্রতিবেশী বলেন, “জহুরুল শুরু থেকেই পরিকল্পিতভাবে মেয়েটিকে ফাঁদে ফেলেছে। এখন ন্যায়বিচার না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে। পুলিশকে দেরি না করে আসামিকে ধরতে হবে।”

অন্যদিকে, কাঁদতে কাঁদতে ভুক্তভোগী নারী বলেন, “আমি শুধু ন্যায়বিচার চাই। আমি জানতাম না সে প্রতারক। এখন মা হতে যাচ্ছি, কিন্তু সন্তানের স্বীকৃতি থাকবে না—এটা আমি মেনে নিতে পারি না।”

এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, “আমরা বিষয়টি অবগত আছি এবং আসামিকে ধরতে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।