মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। চলতি বছরের ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সেশনে ৩ মাস মেয়াদী ৫টি কোর্সে ভর্তির জন্য আগ্রহীর সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন এএসএসইটি (ASSET) প্রকল্পের আওতায় পরিচালিত এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সিভিল কনস্ট্রাকশন (মেসন) ও মোটর ড্রাইভিং—এই ৫টি বিষয়ে প্রতি সেশনে ২৪ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছেন।
টিটিসির প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, দক্ষতা অর্জনের মাধ্যমে এখানকার প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ফলে এবার মোহনপুরসহ আশেপাশের জেলা ও উপজেলা থেকে ৬২৮ জন ভর্তি ফরম সংগ্রহ করেছেন।
প্রশিক্ষণরত শিক্ষার্থীরা জানান, মানসম্মত প্রশিক্ষণ, অভিজ্ঞ প্রশিক্ষক ও নিয়মিত তদারকির কারণে কোর্সগুলোর মান উন্নত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নতুন কোর্স চালু হলে বেকারত্ব আরও কমবে।
মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী বলেন, “আমরা প্রশিক্ষণ প্রদানে কোনো ত্রুটি করি না। অনেকেই এখানে প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছেন। যাদের এবার সুযোগ হবে না, তারা আগামী সেশনে আবেদন করতে পারবেন।”
তিনি আরও জানান, বর্তমানে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় অতিরিক্ত ৪০ জনকে মোটর ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং শিগগিরই সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।