দুমকিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : জাকির হোসেন হাওলাদার
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মাধ্যমে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, সহকারী উপজেলা কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ প্রদান, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট বিতরণ।
আলোচনা সভায় বক্তারা তারুণ্যের শক্তিকে প্রযুক্তিনির্ভর মানবসম্পদে পরিণত করতে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ প্রদান এবং সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।