ক্যান্সারে আক্রান্ত ৮ বছরের সাজিদকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি
এম আলী আকবর, ব্যুরো চিফ
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের ৮ বছরের সাজিদ ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অসুস্থ সন্তানের জীবন বাঁচাতে তার মা সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
বর্তমানে ঢাকার সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে সাজিদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, রোগটি ইতোমধ্যে শরীরে অনেকটাই ছড়িয়ে পড়েছে, যার জন্য জরুরি বিশেষায়িত চিকিৎসা ও পর্যাপ্ত অর্থের প্রয়োজন।
অভিভাবকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডাক্তাররা জানিয়েছেন—অপারেশনের আগে ক্যান্সারের চিকিৎসা করাতে হবে, অন্যথায় শিশুটির প্রাণসংকট দেখা দিতে পারে।
সাজিদের মা বলেন, “আমরা গরিব মানুষ। ক্যান্সারের চিকিৎসা ও অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। আপনারা যদি একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমার সন্তান বাঁচতে পারে।”
তিনি আরও জানান, চিকিৎসা ব্যয় মেটাতে তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন। স্থানীয়ভাবে কিছু অর্থ সংগ্রহের চেষ্টা হলেও প্রয়োজনীয় টাকা এখনও জোগাড় হয়নি। পরিবারের আশা—জাতীয় পর্যায়ে এই সংবাদ প্রকাশের মাধ্যমে আরও অনেক মানুষ এগিয়ে আসবেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা জানান, তারা সাজিদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে বড় অঙ্কের চিকিৎসা ব্যয় মেটাতে বাইরের সাহায্য অত্যন্ত জরুরি।
📞 সাহায্যের জন্য যোগাযোগ: বিকাশ নম্বর – 01344585051