সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না: দুদক চেয়ারম্যান
মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না। যার বিরুদ্ধেই অভিযোগ থাকুক না কেন—এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, কাউকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল করিম, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এবং পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
গণশুনানিতে ৩৩টি দপ্তরের মোট ৬৭টি অভিযোগ উপস্থাপন করা হয়। হয়রানির শিকার ও সেবাবঞ্চিত সাধারণ মানুষ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে দুদক চেয়ারম্যান এসব অভিযোগের সমাধানের জন্য সিদ্ধান্ত দেন।