ফরিদপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সম্পর্কিত অবহিতকরণ সভা
নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি
পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় পৌরসভার ডোমরাকান্দী ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কৃষক সমিতির ৪টি দলের ১৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। প্রধান আলোচক ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এবং (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম এবং ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউশনের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলি রানী বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফ মোল্লা সহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীবৃন্দ।
বক্তারা বলেন, কৃষকদের উচ্চ ফলনশীল ফসলের জাত এবং টেকসই চাষাবাদ পদ্ধতিতে রূপান্তরে সহায়তা করতে অনাবাদি পতিত জমি সর্বোত্তমভাবে ব্যবহার করতে হবে। এতে বিভিন্ন সবজি চাষের মাধ্যমে কৃষক স্বাবলম্বী হবে এবং গ্রামীণ পরিবারের পুষ্টি নিশ্চিত হবে।