আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার | দৈনিক সংবাদ ৭১
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব রতন কৃষ্ণ দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব হবে।
পরে নির্বাচিত যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন—সৈয়দ মেহেদী হাসান (প্রশিক্ষণ প্রাপ্তি), জনাব সোনিয়া আক্তার (কারিমা যুব সংগঠনের পক্ষে), জনাব চম্পা খাতুন, মোহাম্মদ আলমগীর (তদন্ত ওসি, ফকিরহাট মডেল থানা), তাহিরা খাতুন (ফকিরহাট উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা) এবং মোঃ জাহিদুর রহমান (ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা)।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফকিরহাট, বাগেরহাট।