জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি | দৈনিক সংবাদ ৭১
প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এবং প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ক্যাম্পাসের নিউ একাডেমিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা ডিন অফিসের সামনে জড়ো হন। প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন চালালেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোনো পদক্ষেপ না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের রোডম্যাপ ঘোষণা না করলে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
এ প্রসঙ্গে এ্যানিমেল হাজবেন্ড্রি লেভেল-৪ সেমিস্টার-১ এর শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন,
“দীর্ঘদিন আমরা আন্দোলন করছি, কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পাইনি। ২৪ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে, নইলে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।”
এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম জানান,
“আমি ইতোমধ্যে ভিসি স্যারের সাথে কথা বলেছি। আজ বিকেল তিনটায় দুই ডিসিপ্লিনের (এএইচ ও ডিভিএম) শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং হবে। আশা করছি শিক্ষার্থীদের অনুকূলে কার্যকরী সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”