দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : জাকির হোসেন হাওলাদার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখার আহ্বায়ক সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, মো. তুহিন পারভেজ, মো. মোফাসেরুল হক তন্ময়, জহুর আলম, সদস্য কামরুল ইসলাম, মো. মুহিব্বুল্লাহ হাওলাদার, মো. রাফসান হাবীব তালুকদার, আরশাদুল হক সাজিন, মোছা. তাসলিমা আক্তার, তাসদীদ হাসান, তাশিক মাহমুদ অমি, শেখ সালমান ফারসী, রিয়াদ, সাগর, মো. রাজিবুল ইসলাম, মোহাম্মদ খোকন, শুভ ভৌমিক, আবু মুসা সিয়াম, মো. জুবায়ের মাহমুদ ও মো. শাওনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সভায় বক্তারা মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জরুরি রক্তের প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘ পবিপ্রবি শাখা প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করবে বলে জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।