চৌগাছায় আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচ
স্টাফ রিপোর্টার, মো: রায়হান
যশোরের চৌগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহী সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে অংশ নেন চৌগাছা ফুটবল একাডেমি ও আরএস স্পোর্টস ক্লাবের খেলোয়াড়রা। খেলার শুরু থেকে দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর খেলায় মরিয়া হয়ে ওঠে উভয় দল, কিন্তু গোল না পাওয়ায় সমতা ভাঙতে দেরি হয়। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে চৌগাছা ফুটবল একাডেমির এক খেলোয়াড় দুর্দান্ত এক গোল করে দলকে ১–০ তে এগিয়ে নেন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় পায় চৌগাছা ফুটবল একাডেমি।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাবেক কাউন্সিলর মোবারক হোসেন ও নাজমুজ্জামান খোকন, সরকারি হাইস্কুলের সাবেক ক্রীড়া শিক্ষক মশিউর রহমান, ডিএফ সদস্য শুকুর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন, চৌগাছা ফুটবল একাডেমির ম্যানেজার নাসির উদ্দিন প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মমিন, জিয়াউর রহমান ও মোফাজ্জেল হোসেন।