মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে খালেকুজ্জামান সেতুর পাশে একটি সবজি খেতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাউচপাড়া এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।
পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী জানান, সকাল থেকে বৃষ্টির মধ্যে সিরাজুলসহ সাতজন শ্রমিক বোমাংখিল এলাকায় একটি মুলা খেতে কাজ করছিলেন। দুপুর আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাত হলে সিরাজুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম বলেন, ‘ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলামের দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’