আশাশুনিতে যুব দিবসে জামায়াতের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট
আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ১২ আগস্ট জাতীয় যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে বুধহাটা যুব ক্রীড়া ফুটবল একাদশ টাইব্রেকারে ১-০ গোলে শ্বেতপুর যুব ক্রীড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জেতে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সুবহান (মুকুল)। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তাজা, উপজেলা যুব বিভাগের সভাপতি ড. রোকনুজ্জামান, সেক্রেটারি মো. আজহারুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও অতিথিরা।
বুধহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুর রহিমও অনুষ্ঠানে যোগ দেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে।