বেনাপোলে পুলিশের হাতে আটক ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন মামলার ১১ আসামি
রায়হান হোসেন, স্টাফ রিপোর্টার
বেনাপোল, শার্শা (যশোর) | সোমবার, ১১ আগস্ট ২০২৫
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত। প্রায় এক যুগ ধরে তারা বেনাপোল চেকপোস্ট এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা স্থানীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা হলেন—
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।