বাগেরহাট জেলা প্রশাসকের মোবাইল ও ই-মেইল আইডি হ্যাক
এম আলী আকবর, ব্যুরো প্রধান
বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নম্বর, ই-মেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইল ফোনে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাপ হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যাক হওয়া মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে যাতে কেউ আর্থিক লেনদেন বা অনৈতিক কার্যক্রম করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসন সকলের প্রতি আহ্বান জানিয়েছে, এ সংক্রান্ত যেকোনো সন্দেহজনক যোগাযোগ বা কার্যক্রম সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য।