চৌগাছায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মো: রায়হান
যশোরের চৌগাছায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক তাসমিন জাহান।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, থানার সেকেন্ড অফিসার সলিমুল্লাহ, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান হবি, মাস্টার সিরাজুল ইসলাম, নুরুল কদর, তরিকুল ইসলাম, পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, এস. এম. হাবিবুর রহমান, পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, আই.পি. পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক শওকত আলী প্রমুখ।
সভায় চৌগাছা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।