দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স | প্রভাষক জাহিদ হাসান
গাজা নিয়ন্ত্রণে নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো গাজার নিয়ন্ত্রণ নেওয়া।”
অবরুদ্ধ এই উপত্যকায় ২২ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার ঘোষণা দেন নেতানিয়াহু। তবে সংঘাত সম্প্রসারণ ও গাজা দখলের এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, নতুন অভিযানটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। এর লক্ষ্য হবে গাজা সিটিতে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি এবং কেন্দ্রীয় শিবির ধ্বংস করা। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোর ও অঞ্চল স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, “হামাসকে পরাজিত করা ছাড়া ইসরায়েলের কোনো বিকল্প নেই। গাজার প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ এখন আমাদের সামরিক নিয়ন্ত্রণে। এখানে মাত্র দুটি শক্ত ঘাঁটি বাকি আছে—গাজা সিটি ও আল মাওয়াসির।”
তবে হামাসের এক মুখপাত্র নেতানিয়াহুর মন্তব্যকে “ধারাবাহিক মিথ্যা” বলে আখ্যা দিয়েছেন।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থলে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরিফ, মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোমেন আলিওয়া।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে এই হামলা হয়। এতে মোট সাতজন নিহত হন, যাদের মধ্যে এই পাঁচ সাংবাদিকও রয়েছেন।