রুয়েল ইসলাম রুবেল, মাল্টিমিডিয়া রিপোর্টার
পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করেছে সরকার।
সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার পূর্ববর্তী অনুমোদন সাপেক্ষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো পদধারীর পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ সৃজনের তারিখ থেকে এক বছরের জন্য এই সুপারনিউমারারি পদ কার্যকর থাকবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।