মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজারের প্রধান সড়ক—যা স্থানীয়দের কাছে “বাঞ্ছারামপুর রাজধানী” নামে পরিচিত—উন্নয়নকাজ শেষ হলেও এখন যেন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হালকা বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান পানি। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন রাস্তায় জলাবদ্ধতা থাকে। এতে বাজারের দোকানপাটে যাতায়াত দুরূহ হয়ে ওঠে এবং ক্রেতা সমাগম কমে যায়।
প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অসমতল সড়কে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান উল্টে যাওয়া এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ব্যবসায়ী হাবিব মিয়া বলেন,
“উন্নয়ন চাই, কিন্তু উন্নয়ন যদি দুর্ঘটনা আর জলাবদ্ধতার বোঝা দেয়, তাহলে এর মানে কী?”
পথচারী ফারুক আহমেদ বলেন,
“প্রধান বাজারের রাস্তা যদি এমন হয়, তাহলে অন্য জায়গার কথা ভাবতেও ভয় লাগে।”
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।