আজিজুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছ মাঝি (৪৭) গ্রেফতার হয়েছেন। রবিবার (১০ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রামপাল থানা পুলিশ তাকে বাগেরহাট সদর উপজেলা এলাকা থেকে আটক করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আনিছ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আটক আনিছ মাঝি উপজেলার সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পূর্ববর্তী শাসনামলে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। তৎকালীন ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় ওই কার্যক্রম চালালেও সরকার পরিবর্তনের পর কিছুদিন চুপচাপ ছিলেন। সম্প্রতি আবারও আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা শুরু করেন তিনি। তার বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা রয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, আনিছ মাঝিকে জিজ্ঞাসাবাদ করলে নানা গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।