সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের বদলি
শফিকুল বারি, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাহবুবুর রহমান (স্বপন)কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে বদলি করা হয়েছে। আগামী ১৪ আগস্ট ২০২৫-এর মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৫ সুনামগঞ্জ জেলা স্পেশাল আদালতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন হাসপাতালের সাবেক ওয়ার্ড বয় তৌহিদুল ইসলাম। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ আমিরুল হক এবং সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম।
এডভোকেট কানন আলম গণমাধ্যমকে জানান, “আমরা ন্যায়ের পক্ষে ক্ষতিগ্রস্তদের প্রতিকারের জন্য লড়াই চালিয়ে যাব। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।