মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা
বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ এবং সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য তানভীর তছির।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম মারুফী, সদস্য নাজমুল হক এবং প্রচার সম্পাদক আ. আজিজ।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা প্রকাশ্যে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, তা দেশের সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার ভয়াবহ প্রমাণ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা আরও উল্লেখ করেন, “টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”